যোগাযোগ
ডাক যোগাযোগঃ করিমগঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের সাথে ডাক মারফত যোগাযোগের ব্যবস্থা রয়েছে। ডাকযোগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত যে কোন শুমারি ও জরিপের তথ্য প্রাপ্তির আবেদন করা যাবে। সিটিজেন চার্টারে উল্লিখিত সময়ের মধ্যে সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। করিমগঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের সাথে ডাক যোগাযোগের ঠিকানা:
প্রাপক
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা
উপজেলা পরিসংখ্যান কার্যালয়
করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
অনলাইনযোগাযোগঃ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়ন্ত্রনাধীন করিমগঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের সাথে অনলাইন যোগাযোগের ব্যবস্থা রয়েছে। ই-মেইলের মাধ্যমেবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত যে কোন শুমারি (আদমশুমারি ও গৃহ গণনা, কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারি) এ জরিপের তথ্য প্রাপ্তির আবেদন করা যাবে। সিটিজেন চার্টারে উল্লেখিত সময় সীমার মধ্যে চাহিত তথ্য (স্ক্যান করে) প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। করিমগঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয় কর্তৃক ব্যবহৃত ই-মেইলের ঠিকানা নিন্মরুপঃ
কিভাবে যাবেন
করিমগঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয় কিশোরগঞ্জ টু চামড়া বন্দর রোডের পাশে অবস্থিত। দেশের যে কোনো প্রান্ত হতে বাস যোগে কিশোরগঞ্জের গাইটাল বাস স্ট্যান্ডে নেমে অটো/সিএনজি যোগে পুরানথানা,একরামপুর হয়ে (করিমগঞ্জবাজার হয়ে অথবা কলেজ মোড় হয়ে) করিমগঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে আসা যায়। রেল স্টশন থেকেও একই ভাবে আসা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS