Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প‌রিসংখ‌্যান কার্যালয়, ক‌রিমগঞ্জ, কিশোরগ‌ঞ্জে আপনাকে স্বাগতম।


সিটিজেন চার্টার

 সিটিজেন চার্টার

করিমগঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের নাগরিক সেবার সেবার তথ্য সারণিঃ

ক্রমিক নং

সেবা প্রদানকারী অফিসের নাম

সেবার নাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা

সেবা প্রদানের পদ্ধতি সংক্ষেপে

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুসঙ্গিক খরচ

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

নিদিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকার কারী কর্মকর্তা

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ

জরিপ ও শুমারির তথ্য প্রদান

পরিসংখ্যান কর্মকর্তা

আবেদন প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারীকে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অতঃপর আবেদনপত্র পরিসংখ্যান কর্মকর্তার নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে জুনিয়র পরিসংখ্যান সহকারী নির্দিষ্ট ফরম্যাটে তথ্য উপস্থাপন করেন। পরিসংখ্যান কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।

১-৩ দিন

বিনামূল্যে (তবে সিডিতে সরবরাহের ক্ষেত্রে সিডির মূল্য দিতে হবে। )

১.তথ্য অধিকার আইন-২০০৯

 

২. তথ্য অধিকার তথ্যপ্রাপ্তি সংক্রান্ত বিধিমালা, ২০০৯

 

৩.পরিসংখ্যান আইন-২০১৩

উপপরিচালক,

জেলা

পরিসংখ্যান কার্যালয়,

২৫৬ ফা‌র্মের মোড়, গাইটাল, কিশোরগঞ্জ।

২.

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ

জন সংখ্যার ও প্রত্যয়নপ্রদান

পরিসংখ্যান কর্মকর্তা

আবেদন প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারীকে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অতঃপর আবেদনপত্র পরিসংখ্যান কর্মকর্তার নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে জুনিয়র পরিসংখ্যান সহকারী নির্দিষ্ট ফরম্যাটে তথ্য উপস্থাপন করেন। পরিসংখ্যান কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।

১-৩ দিন

বিনামূল্যে (তবে সিডিতে সরবরাহের ক্ষেত্রে সিডির মূল্য দিতে হবে। )

১.তথ্য অধিকার আইন-২০০৯

 

২. তথ্য অধিকার তথ্যপ্রাপ্তি সংক্রান্ত বিধিমালা, ২০০৯

 

৩.পরিসংখ্যান আইন-২০১৩

উপপরিচালক,

জেলা

পরিসংখ্যান কার্যালয়, 

 ২৫৬, ফা‌র্মের মোড়, গাইটাল, কি‌শোরগঞ্জ।